দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুটা ছিল আর্জেন্টিনার জন্য একেবারে স্বপ্নের মতো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৬-০ গোলে পরাজিত করে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। তবে সময়ের সাথে সাথে সেই দুর্দান্ত ছন্দ হারিয়ে ফেলে আর্জেন্টিনা। অপরদিকে, ব্রাজিল ধীরেসুস্থে সামলে নিয়ে শেষ পর্যন্ত শক্তিশালী খেলে শিরোপা নিজেদের ঘরে তুলেছে।
এক ম্যাচ আগেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের দ্বিতীয় মুখোমুখি দ্বন্দ্ব ছিল, যেখানে আর্জেন্টিনার সামনে শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু ব্রাজিল ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে। এর ফলে শিরোপার ভাগ্য নির্ধারণ হয়ে যায় শেষ ম্যাচে। আর্জেন্টিনাকে ব্রাজিলের সঙ্গে গোল ব্যবধান বাড়ানোর পাশাপাশি জয় নিশ্চিত করতে হতো, কিন্তু শেষ পর্যন্ত তারা হেরে গিয়ে শিরোপার স্বপ্ন ভেঙে যায়।
ব্রাজিল চিলির বিরুদ্ধে ৩-০ গোলে দাপুটে জয় পেয়ে শিরোপার আরও কাছে চলে যায়। তাদের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। ব্রাজিলের এই জয়ের পর আর্জেন্টিনার চেয়ে ৩ পয়েন্ট এবং +৪ গোল ব্যবধানে তারা এগিয়ে যায়। পরবর্তী সময়ে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ করে, ফলে ব্রাজিল তাদের টানা দ্বিতীয় এবং মোট ১৩তম শিরোপা জয় করে।